ইয়েল, কলম্বিয়ার মতো ১৬টি বিশ্ববিদ্যালয়ের ১৪৫টি কোর্স, ১৩০ শংসাপত্র, সবই লকডাউনে!

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৯

লকডাউনের সময় অনেকেরই চলার পথ যেন রুদ্ধ হয়ে গিয়েছিল। তবে থেমে থাকেননি কেরলের এক মধ্যবয়সি। করোনাকালে লকডাউনের জেরে পড়ে পাওয়া অফুরান সময়ের ষোলো আনা সদ্ব্যহার করেছেন তিনি। নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দিয়েছেন। তার জন্য নিজের চাকরিতেও ইস্তফা দিয়েছেন।



লকডাউনের সময় অনেকেই নিজের গণ্ডির বাইরে বেরিয়ে পড়াশোনার শখ মিটিয়েছেন। তবে কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা সফি বিক্রমণ বোধ হয় তাঁদের অনেককেই ছাপিয়ে গিয়েছেন।



এই সময়ের মধ্যে নয় নয় করে ১৪৫টিরও বেশি কোর্স করে ফেলেছেন। তা-ও আবার বিশ্বের তাবড় নামজাদা বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে তাঁর কাছে রয়েছে ইয়েল, প্রিন্সটন, কলম্বিয়া, স্ট্যানফোর্ড-সহ আইভি লিগের একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সব মিলিয়ে ১৩০টিরও বেশি শংসাপত্র আদায় করে নিয়েছেন। এমনটাই দাবি করছেন সফি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us