চলমান বিক্ষোভ দমনে কাজাখস্তানে আধাসামরিক বাহিনীর সদস্যদের পাঠিয়েছে রাশিয়া। সাবেক সোভিয়েত রাষ্ট্রটিতে জ্বালানির মূল্যবৃদ্ধির বিক্ষোভে সরকার পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি। এমন অবস্থায় বৃহস্পতিবার দেশটিতে সেনা পাঠালো রাশিয়া।
পুলিশ জানায়, প্রধান শহর আলমাটিতে বেশ কয়েকজন ‘দাঙ্গাবাজ’-কে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।