ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের প্রাণহানির তথ্য মিলেছে। গত জুন থেকে এখন পর্যন্ত পাঁচ ধাপের নির্বাচনের প্রতি ধাপেই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘাতে মৃত্যু হয়েছে।
বুধবার পঞ্চম ধাপে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর এসেছে। এর আগে চতুর্থ ধাপে তিনজন, তৃতীয় ধাপে অন্তত ১০ জন, দ্বিতীয় ধাপের আগে পরে ১৬ জন ও প্রথম ধাপে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এসব সংঘাত-সহিংসতার ঘটনায় আহত হয়েছে কয়েজ হাজার মানুষ। এদের মধ্যে কেউ কেউ পরে মারাও গেছে। তবে হতাহতের ঘটনার দায় নিতে নারাজ নির্বাচন কমিশন।