যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে আশঙ্কা বাড়ছে। কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, সংখ্যায় নয় মনোযোগ দেওয়া উচিত হাসপাতালে ভর্তি নিয়ে। আর তা শনাক্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না।
রবিবার এবিসি টেলিভিশনে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যন্থনি ফাউচি যেমন বলেছেন, অনেক আক্রান্তের কম বা কোনও উপসর্গ নেই। মোট আক্রান্তের সংখ্যার চেয়ে হাসপাতালে রোগী ভর্তি হওয়ার ক্ষেত্রে মনোযোগ দেওয়া যৌক্তিক হবে।
তবে অপর বিশেষজ্ঞরা বলছেন, এখনও শনাক্তের সংখ্যার গুরুত্ব রয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনার তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট তাণ্ডব চালাচ্ছে। গত দুই সপ্তাহের তুলনায় এখন দৈনিক শনাক্ত তিনগুণ হয়েছে। সংক্রমিত কর্মীরা আইসোলেশনে যাওয়াতে স্কুল, হাসপাতাল ও এয়ারলাইন্সগুলো কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে।