আমলাতন্ত্রের ব্যবচ্ছেদ

নিউজ বাংলা ২৪ খান মো. রবিউল আলম প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৮:৫২

ক্ষয়হীন আমলাতন্ত্র একটি উত্তরাধিকার ধারা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও পাকিস্তান শোষণের আমলাতন্ত্রের খোলসের মধ্যে স্বাধীন বাংলাদেশের আমলাতন্ত্রের কাঠামোগত বিন্যাস। বৈশিষ্ট্যগত দিক থেকে এগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আগের আমলাতান্ত্রিক কাঠামো আমরা বহন করে চলেছি। এ আমলাতান্ত্রিক কাঠামো কতটা জনবান্ধব তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও সংশয় রয়েছে। ব্যক্তিগতভাবে অনেক আমলা মানবিক হলেও সার্বিক বিচারে আমলাতন্ত্র একটি হৃদয়হীন কাঠামো।


সম্প্রতি আমলাতন্ত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, ‘‘আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো। আমলাতন্ত্রের বিকল্পও তো নাই। (এর বিকল্প) কেউ বাইর করতে পারে নাই। সোভিয়েতও পারে নাই, চীনারাও পারে নাই; ফেরাউনও পারে নাই, খলিফারাও পারে নাই।” তিনি আরও বলেন, আমিও এক সময় ছোটখাটো একজন আমলা ছিলাম, মনেপ্রাণে এখনও আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠসময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us