ক’ দিন আগেই ভ্যাকসিন (Vaccine) নেওয়ার ভয়ে মধ্যপ্রদেশে এক ব্যক্তি গাছে চড়ে বসেছিলেন। ওই ব্যক্তির কাণ্ড দেখে মজা পেয়েছিলেন নেটিজেনরা। এবারের খবর শুনলে আর মজা না, বরং চমকে উঠতে হবে। ঘটনা সম্পূর্ণ বিপরীত। বিহারের (Bihar) বাসিন্দা ৮৪ বছরের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি গত একবছরে মোট ১১ বার ভ্যাকসিন নিয়েছেন। দ্বাদশবার ভ্যাকসিন নিতে এসে ওই ব্যক্তি ধরা পড়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
করোনা (Covid) মহামারী রুখতে ভ্যাকসিনেশন চলছে দেশজুড়ে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বুস্টার ডোজের কথাও ঘোষণা করেছে। শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণও। তথাপি এখনও দেশের বহু নাগরিক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Second Dose) পাননি। এমন অবস্থায় এক ব্যক্তির ১১ বার ভ্যাকসিন নেওয়ার কথা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।