শুরু হতে যাচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রাথমিকভাবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হবে ভার্চুয়াল মাধ্যমে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের নবান্ন সভাঘর থেকে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।