ভারতের রাজনৈতিক নেতা-নেত্রীদের সম্পত্তি, বিশেষত জমিজমা সাংঘাতিক বেড়ে যাওয়ার প্রবণতা গত কয়েক সপ্তাহে দেশটিতে এক বড় বিষয় হিসেবে সামনে এসেছে।
গত এক মাসে এ–সংক্রান্ত অন্তত তিনটি বড় অভিযোগ সামনে এসেছে। এর প্রথমটি নিয়ে প্রতিবেদন করেছে দুটি সংবাদমাধ্যম। এ অভিযোগে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিংকি ভূঁইয়া শর্মা ও তাঁর পরিবার সরকারি জমি হস্তগত, ব্যবহার এবং বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে ১০ জানুয়ারি থেকে আসামে প্রায় এক মাসের জন্য আন্দোলনে নামছে প্রধান বিরোধী দল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগটির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে তাঁরা পথে নামবেন বলে আজ মঙ্গলবার জানিয়েছেন আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা।