কোলন বা বৃহদন্ত্রে নানান সমস্যা দেখা দেয়। কোলনের সমস্যায় অনেক কষ্ট করতে হয়। সঠিক সময়ে চিকিৎসা না নিলে সেটি ক্যান্সারে রূপ নিতে পারে।
কোলনের সমস্যাগুলোর মধ্যে পলিপ অন্যতম। এই রোগ সঠিক সময়ে নির্ণয় করা জরুরি। কিছু লক্ষণ আছে যেগুলো সম্পর্কে জানা থাকলে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের কোলোরেকটাল সার্জন অধ্যাপক ডা. এসএমএ এরফান।
বৃহদন্ত্র হচ্ছে— আমাদের পরিপাকতন্ত্রের শেষের অংশ। সেখানে নানা রকম রোগ হতে পারে; যেমন— ডিসেন্ট্রি, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, টিবি, কোলোন পলিপ, ক্যান্সার ইত্যাদি।
এদের মধ্যে সাধারণ সমস্যা হচ্ছে কোলন পলিপ। পলিপ হচ্ছে— আঙুলের মাথার মতো একটি অস্বাভাবিক অংশ, যা কোলনের দেয়াল থেকে বেরিয়ে আসে।