একক সিদ্ধান্তে কমিটি গঠন করতে বারণ করার পাশাপাশি গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড বন্ধ করতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আজম খসরুকে সতর্ক করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আল মান্নান। অন্যথায় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত ২৬ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির সই করা চিঠিতে আজম খসরুকে সতর্ক করে দেওয়া হয়।
একই চিঠিতে রাকিবুল ইসলাম শাহীনকে ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক করে সাধারণ সম্পাদকের পাঠানো চিঠিও বাতিল করা হয়েছে।