বিদ্যুৎ বিভ্রাটের শীর্ষে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ভোল্টেজ বিড়ম্বনা বেশি ভুগিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিদায়ী বছরে গড়ে ১২৬৩ মিনিট বিদ্যুৎ বিহীন ছিল আরইবির গ্রাহকরা।
লো ভোল্টেজ বিড়ম্বনার শীর্ষে থাকার পাশাপাশি বিভ্রাটে দ্বিতীয় স্থানে রয়েছে বিপিডিবি। সবচেয়ে পুরনো এই বিতরণ সংস্থার গ্রাহকরা বছরে ৭৪৭ মিনিট বিদ্যুতের বাইরে ছিল। সবচেয়ে কম বিভ্রাটের শিকার হয়েছে ঢাকা দক্ষিণ সিটি ও নারায়নগঞ্জ এলাকার গ্রাহকরা। ওই এলাকায় বিতরণের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) গড়ে ২৪২ মিনিট লোডশেডিং দিয়েছে।