যমজ হলেও জন্ম আলাদা বছরে!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ২১:০৪

কখনো শুনেছেন, কোনো যমজ জন্ম নিয়েছে আলাদা আলাদা বছরে? ভাবছেন, এটা আবার কেমন প্রশ্ন! শুনতে অবাক লাগলেও এটিই সত্য! সম্প্রতি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুই যমজ ভাই-বোনের জন্মদিন পড়েছে আলাদা আলাদা বছরে। আরও ভালোভাবে বললে, একজন জন্মেছে ২০২১ সালের শেষ মুহূর্তে, আরেকজন ২০২২ সালের সূচনালগ্নে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পৃথক বছরে জন্মানো যমজ ভাই-বোনের মধ্যে ছেলেটির নাম আলফ্রেডো এবং মেয়েটির নাম আইলিন। তাদের বাবা রবার্ট ট্রুজিলো এবং মা ফাতিমা মাদ্রিগ্যাল ক্যালিফোর্নিয়ার গ্রিনফিল্ড শহরের বাসিন্দা। সম্প্রতি স্থানীয় নাটিভিদাদ মেডিকেল সেন্টারে যমজ সন্তানের জন্ম দিয়েছেন ফাতিমা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us