বিদায়ী বছরের শেষে আলোচনায় আসেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে অভিষেক নায়িকা হিসেবে পথচলা শুরু হলো। গত ৩১ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘রাত জাগা ফুল’। একসঙ্গে দুটি সিনেমা নিয়ে সুসময় পার করছেন এই অভিনেত্রী। কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
বছরের শেষ দিন ‘রাত জাগা ফুল’ মুক্তি পেয়েছে। আপনি ছবিটি নিয়ে কতটা সন্তুষ্ট?
মুক্তির দিনই প্রথম একসঙ্গে পুরো সিনেমা দেখেছি। সাধারণ দর্শক এবং সিনেমার অংশ হিসেবে আমি এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারব না। তবে এটুকু জানি, আবুল হায়াত স্যার, ফজলুর রহমান বাবু ভাই, মীর সাব্বির ভাইয়াদের মতো অত ভালো করিনি। তাঁদের অভিনয়ের পাশে আমি কিছুই না।
সিনেমাটি নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন?
যাঁরা দেখেছেন, তাঁরা খুবই খুশি। আমার কঠোর এক সমালোচক বন্ধু সব সময় আমার ভুল ধরে বেড়ায়, সে-ও খুশি। সবাই প্রশংসা করছেন চরিত্রটির, এটা বড় পাওয়া।