বরিশাল সিটি করপোরেশনের ৭ জন কাউন্সিলর হঠাৎ মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ তিনজনকে যে আইনি নোটিশ পাঠিয়েছেন, তা নগরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে আওয়ামী লীগের কোনো নেতা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে চাননি। তাঁদের মতে, এটা দলীয় বিষয় নয়। আর ওই সাতজন কাউন্সিলরের দলে কোনো পদ-পদবিও নেই।
তবে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এই সাত কাউন্সিলরই আওয়ামী লীগের সমর্থক। তবে গত বছরের আগস্টে মেয়রের সঙ্গে প্রশাসনের দ্বন্দ্বের সময় এই সাতজন কাউন্সিলর বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে অবস্থান নেন। প্রতিমন্ত্রীর পক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছেন তাঁরা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি।