এক পীরের লাশ দাফন না করতে আরেক পীরের রিট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৮:১০

রাজধানীর সেগুনবাগিচার পাঞ্জেরিয়া দরবার শরীফের জায়গায় পীর ইয়াহিয়া হাসানের মরদেহ দাফন না করার নির্দেশনা চেয়ে গদ্দিনাসীন পীর সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতী হাইকোর্টে রিট দায়ের করেছেন।


সোমবার (৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পীর সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতীর পক্ষে ব্যারিস্টার এম. আতিকুর রহমান এ রিট দায়ের করেন। পরে আতিকুর রহমান জানান, রিট আবেদনটির ওপর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।


রিট আবেদনে জেলা প্রশাসকের কাছে দেওয়া দরখাস্ত নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে লিজকৃত জায়গার ওপর স্থিতাবস্থা চাওয়া হয়েছে। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  বিবাদী করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us