নড়াইল সদর উপজেলার গোবরা ব্রিজ নির্মাণের ১০ মাসেও শুরু হয়নি সংযোগ সড়কের কাজ। ব্রিজের দুই প্রান্তে থাকা জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে না পারায় এ কাজ বন্ধ আছে। এতে থেমে আছে নড়াইল-ফুলতা আঞ্চলিক মহাসড়ক দুলেনে প্রশস্তকরণ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশস্ত করা ব্রিজের সংযোগ সড়কটি হলে নড়াইল থেকে সরাসরি বিভাগীয় শহর খুলনা যেতে তিন ঘণ্টার জায়গায় লাগবে মাত্র এক ঘণ্টা।
ফলে শিক্ষা, চিকিৎসা,ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ বিভিন্নভাবে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় তিনটি প্যাকেজে ২০১৯ সালের মে নড়াইল-ফুলতলা সড়কের ২৭ কিলোমিটার দুলেন বিশিষ্ট রাস্তা, চিত্রা নদীর মোহনায় ৫০.১২ মিটার লম্বা এবং ১০.২৫ মিটার প্রশস্ত গোবরা ব্রিজ, সংযোগ সড়ক এবং ১৯টি কালভার্টের কাজ শুরু হয়।