করোনাভাইরাসে আক্রান্ত হলে যাদের মৃত্যুঝুঁকি বেশি এবং যারা শারীরিকভাবে অসুস্থ, তাদেরও কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কথা ভাবছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে এক আলোচনায় এ কথা জানান।তিনি বলেন, “যাদের কোমর্বিডিটি আছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তারা বুস্টার নিতে পারবেন। সেক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না।”
গত ২৮ ডিসেম্বর দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।