জালিয়াতির মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ১১ কোটি টাকা স্থানান্তর এবং আত্মসাতের মামলায় ওয়ান ব্যাংক লিমিটেডের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনকে আগাম জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার মা পেশায়োরা বেগমকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।