বিয়ে। শব্দটি ছোট হলেও বন্ধনটি অনেক গভীর। তবে চারটি হাত চিরদিনের জন্য এক হলেও কখনো কখনো তা চলার পথেই সমাপ্ত হয়। ভেঙে যায় বন্ধন। দেখা দেয় জটিলতা। তখন প্রয়োজন হয়ে দাঁড়ায় গল্পের সূচিপত্র। কাবিন ও রেজিস্ট্রি এ জন্যই বিয়ের খুব গুরুত্বপূর্ণ নথি। সামাজিক ও আইনি স্বীকৃতির দলিলও তা। বিয়ে সংক্রান্ত যেকোনো বিষয়ে কাবিননামা বা নিকাহনামার প্রয়োজন হয়।
বিয়ে বিষয়ক প্রতারণায় সবচেয়ে বেশি শিকার হন নারীরা। রেজিস্ট্রেশন না থাকলে এই সময় ক্ষতিগ্রস্ত হন তারাই। অনেকেই বিয়ের সময় কাবিন ও রেজিস্ট্রির কথা ভুলে যায়। অভিভাবকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বিয়ে করে। প্রেম ভালোবাসার অন্ধ মোহে পড়ে এবং পয়সা খরচের ভয়ে দলিল ছাড়াই বিয়ে করে। দালালের প্ররোচনায় পড়ে কোর্ট ম্যারেজ করে, যেখানে বিয়ের প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র থাকে না। পরবর্তী সময়ে দাম্পত্যজীবনে কোনো সমস্যা হলে দুজনের কেউই আর আইনি প্রতিকার পায় না।