মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও ই-পাসপোর্ট চালু হলো ধাপে ধাপে। ফলে, বেড়েছে পাসপোর্ট আবেদনপ্রক্রিয়ার সময়। কয়েক বছরে বেড়েছে পাসপোর্ট করার হারও, বিশেষ করে ঢাকায়। কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়েনি লোকবল।
স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করছে জাতি। শেষ দশকে দেশে পাসপোর্ট ইস্যু হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ, যা প্রথম ৪০ বছরের প্রায় সমান।