অভিনয়ের জাদুতে অগণিত দর্শকের মন জয় করেছেন সাই পল্লবী। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। তার সিনেমার জন্য রীতিমতো অপেক্ষা করেন ভক্তরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে সাই পল্লবীর নতুন সিনেমা ‘শ্যাম সিংহ রায়’। মুক্তির পরই দারুণ প্রশংসা পাচ্ছে চারদিক থেকে। তবে দর্শকের আসল অনুভূতি জানার জন্য অভিনেত্রী ছুটে গেলেন সিনেমা হলে।
কিন্তু স্বরূপে গেলে দর্শকের মনের কথা তো বোঝা সম্ভব নয়। তাই বোরকা পরেই হায়দরাবাদের শ্রী রামলুলু সিনেমা হলে গেছেন সাই পল্লবী। সাধারণ এক নারীর বেশে হলের ভেতরে ঢুকে দর্শকের আসনে বসেই নিজের ‘শ্যাম সিংহ রায়’ দেখেন তিনি। এরপর সিনেমা শেষে বেরিয়ে আসেন।