বাংলাদেশ সংকট মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার এক বিরল সংস্কৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থনীতির বেলায় কথাটি আরো বেশি প্রযোজ্য। বঙ্গবন্ধু যে লড়াকু মন আমাদের দিয়ে গেছেন তার ওপর ভরসা করেই দুর্বার গতিতে এগিয়ে চলেছে আজকের বাংলাদেশ। তাই বিশ্বব্যাপী এই করোনাকালেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই রয়েছে। ২০২০ সালের চেয়ে ২০২১ সালে আমাদের অর্থনীতি বেশ চাঙ্গা ছিল বলা চলে। প্রবৃদ্ধির বিচারে সদ্যঃসমাপ্ত বছরটি খুবই আশাজাগানিয়া ছিল। এর আগের বছরও যখন সারা বিশ্বের অর্থনীতি সাড়ে ৩ শতাংশ হারে সংকুচিত হয়েছিল, তখনো আমাদের অর্থনীতি ৫ শতাংশের আশপাশেই বেড়েছিল। সেই সাফল্যের ওপর ভর করে গেল বছর আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হতে পেরেছে বলে আমার বিশ্বাস। যদিও পুরো তথ্য আমাদের হাতে নেই, তবু এ কথা বলা চলে যে কৃষি, প্রবাস আয়, রপ্তানি, আমদানিসহ সব ক্ষেত্রেই আমরা ভালো করেছি।