বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় ছিল যেন সোনার হরিণ। ১২টি ম্যাচ খেলা হলেও কোনো ফরম্যাটেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেই সোনার হরিণটা অবশেষে ধরা দিয়েছে বাবর আজমদের হাতে। ওমান এবং আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মত হারানোর স্বাদ নিয়েছে পাকিস্তান। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি ফরম্যাট, যে কোনো ফরম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের এটাই প্রথম জয়। ২৪ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তাব শুধু ম্যাচই জেতেনি, বিরাট কোহলির দলকে ১০ উইকেটের ব্যবধানে বিধ্বস্ত করে ছেড়েছে।