ক্রমান্বয়ে দেশের অর্থনীতি বড় হচ্ছে। বাড়ছে জ্বালানির চাহিদা। কিন্তু সম্পদ বাড়ছে না। চাহিদা মেটাতে বছর বছর বাড়ছে আমদানি নির্ভরতা। মোটা দাগে বলতে গেলে ২০২২ সালে জ্বালানি একটা বড় চিন্তার জায়গা হতে চলেছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লা সংকট নিয়ে ভাবার সময় এসেছে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণেও মনোযোগী হতে হবে সরকারকে।
২০২১ সালে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছিল আমদানি করা গ্যাস (এলএনজির) মূল্য পরিশোধে। জ্বালানি বিভাগের হিসাব বলছে, গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার কোটি টাকার ভর্তুকি লেগেছে এ খাতে।