বছরের শুরুতেই খাসির মাংসের কেজি ৯০০ টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

ময়মনসিংহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। খাসির মাংসের দাম বেড়েছে ১০০ টাকা। মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও ডালের দাম।


শনিবার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ঘুরে এতথ্য জানা গেছে। মেছুয়া বাজারের আকরাম ব্রয়লার হাউজের বিক্রেতা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, শীতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেড়েছে। ব্রয়লার মুরগির আমদানিও কম। তাই ব্রয়লার মুরগির দাম বেড়েছে। মোহাম্মদ আলী ব্রয়লার ১৮০ টাকা, সোনালী ২৫০ টাকা, সাদা কক ২৪০ টাকা ও লেয়ার মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন। মাংসবিক্রেতা মোসলেম উদ্দিন বলেন, খাসির মাংস গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০০ টাকা বেড়েছে। তিনি খাসির মাংস ৯০০ টাকা ও গরুর মাংস ৫৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us