‘রাত যত বাড়ে, অপেক্ষা তত গভীর হয়’—কবির ভাষায় কথাটি বেশ মধুর শোনালেও, বাস্তবে কিন্তু রাতে অপেক্ষার সময় অতটা মধুর নয়। অন্তত ঢাকা শহরে তো নয়ই। ঢাকা শহরে রাতজাগা মানুষের সংখ্যা নেহাত কম না। কেউ পেশাগত কারণে, কেউ পড়াশোনার জন্য, কারও আবার রাতজাগা হয় বন্ধু আর পরিবারের সঙ্গে আড্ডা দিয়ে। এই রাতজাগার সময় যখন খিদে পায়, তখন মন চাইলেও রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার আনা যায় না। ফলে ঘরে থাকা গড়পড়তা খাবার খেয়েই ভোরের আলো ফোটার অপেক্ষায় রাত কাটাতে হয় নিশাচরদের।