সমকাল: এই সাক্ষাৎকার দেওয়ার সময় আপনি ভারতে অবস্থান করছেন। টাইমস অব ইন্ডিয়া গ্রুপের আয়োজনে 'ব্যাঙ্গালোর টাইমস ফ্যাশন উইক' উদ্বোধন করেছেন। এ ব্যাপারে আরও জানতে চাই।
বিবি রাসেল: ধন্যবাদ। আপনি জানেন, আমি সাসটেইনেবল ফ্যাশন নিয়ে অনেক বছর ধরে কাজ করছি। শুধু বাংলাদেশে নয়, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রাকৃতিক তন্তু ও ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প পুনরুদ্ধারে কাজ করেছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন গোটা বিশ্ব পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা নতুন করে উপলব্ধি করছে, তখন প্রাকৃতিক তন্তুর গুরুত্ব আরও বেড়ে গেছে। বিশেষত করোনা পরিস্থিতি প্রকৃতি সুরক্ষায় সাসটেইনেবল ফ্যাশনের ব্যাপারে নতুনতর উপলব্ধি এনেছে বিশ্বজুড়ে। স্বাভাবিকভাবেই এই বিষয়ে ফ্যাশন উইক উদ্বোধনের ক্ষেত্রে আয়োজকরা আমাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছিল।