সময়ের চাকার গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের প্রাত্যহিক জীবনেও নানাবিধ পরিবর্তন আসে। নিত্য নতুন প্রয়োজন পূরণে এই পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে একটি বছর পেরিয়ে নতুন বছরকে আমরা বরণ করে নিই। প্রতিটি মানুষ যেন নতুন বছরের কাছে প্রত্যাশার দাবিদার। পুরোনো বছরের অপূর্ণ রয়ে যাওয়া স্বপ্ন বা ইচ্ছেগুলোকে আমরা ঢেলে সাজিয়ে আরও নতুন নতুন স্বপ্ন বোনায় ব্যস্ত থাকি। তবে আমাদের এই স্বপ্ন বা ইচ্ছেগুলোয় লুকিয়ে থাকে দেশের সকল মানুষের কল্যাণ। আমরা নিজেদের কল্যাণের পাশাপাশি দেশের অগ্রগতির স্বার্থে নিজেদের স্বপ্নপূরণেও কাজ করে থাকি। কিন্তু এই স্বপ্নপূরণের পথ অতটাও মসৃণ নয়।