বিদায় নিল ২০২১। নতুন বছর ২০২২ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। জলবায়ু সংকট, করোনা মহামারি আর বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বিরোধ নিয়ে উত্তেজনায় কেটেছে গত বছরটি। নতুন বছরের শুরুতে বিশ্ব নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে।
করোনা মহামারির ফিরে আসার উদ্বেগ, জলবায়ু পরিস্থিতি মোকাবিলা, গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে লড়াই, মানবিক সংকট, গণ-অভিবাসন ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এর অন্যতম। এ ছাড়া নতুন আন্তরাষ্ট্রীয় সংঘাতের ঝুঁকি, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে দেওয়া এবং প্রাণঘাতী স্বায়ত্তশাসিত অস্ত্রের বিস্তারের আশঙ্কাও বাড়তে পারে। সব মিলিয়ে বিশ্বের অধিকাংশ মানুষের জন্যই ২০২২ সাল বিপজ্জনক একটি বছর হতে পারে বলে দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।