বছরের এই সময়ে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে। কিন্তু এক সপ্তাহ ধরে ঢাকার আকাশ ছিল ছেঁড়া মেঘে ঢাকা। দৃষ্টিসীমাজুড়ে ছিল বেশ কুয়াশাও। আজ শুক্রবার সকাল থেকে আকাশ থেকে মেঘ সরে গেছে। বাতাসে জলীয়বাষ্প কমে গিয়ে আর রোদে উষ্ণতা ফিরে শুষ্কভাব ফিরে এসেছে। কিছুটা কমেছে বায়ুদূষণ।
তবে গত তিন বছরের ৩১ ডিসেম্বর রাতের বায়ুমানের রেকর্ড বলছে, রাত ১১টা–১২টার পর বায়ুর মান দ্রুত খারাপ হতে থাকে। এ সময়ে শব্দদূষণও সহ্যক্ষমতার বাইরে চলে যায়। বর্ষবরণ উদ্যাপন করতে গিয়ে নগরবাসী যে আতশবাজি পোড়ায় আর পটকা ফোটায়, তার ফলাফল শব্দ ও বায়ুদূষণের ভীষণ অবনতি।