শীতকালে আমাদের ত্বক দূষণের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই সময় ত্বক তার উজ্জ্বলতা হারায়। তাছাড়া চামড়ার উপরের স্তরে ধুলো-ময়লা জমা হওয়ার ফলে চেহারা হারায় সতেজতা। সেই সঙ্গে ব্রণ, কালো ছোপ ইত্যাদি দেখা দিতে শুরু করে।
এই সময় ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে অনেকেই শরণাপন্ন হন বাজারচলতি নানা প্রসাধনী তথা রূপচর্চার পণ্যের। এতে যেমন পকেটেও টান পড়ে, তেমনই এসব জিনিসের মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক চামড়ার কোনো না কোনো ক্ষতিও করতে পারে। অথচ সবার হাতের কাছেই থাকে প্রাকৃতিক কিছু এমন জিনিস, যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী। সেসব ব্যবহারে অতিরিক্ত অর্থব্যয় হওয়ার সম্ভাবনা তো নেই-ই, কোনো অচেনা রাসায়নিকের সংস্পর্শে আসার ভয়ও থাকে না একেবারেই।