এসএসসি ও সমমান পরীক্ষার ফল

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:১৭

করোনার কারণে ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ, যা এ যাবৎকালের সর্বোচ্চ। গতবার এ হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।


এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। করোনা মহামারির কারণে টানা ৫৪৪ দিন স্কুল বন্ধ থাকায় মাধ্যমিকের সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি এবার। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এ পরীক্ষা নেওয়া হয়। অন্যান্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হয়। এবার কমানো হয়েছিল মাধ্যমিকের সিলেবাসও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us