শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি ছিল ২০২০ সালের মার্চে। করোনা মহামারির কারণে বহু আকাঙ্ক্ষিত সেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হলো ২০২১-এর মার্চে। আবেদন প্রক্রিয়া শেষে গত ১৫ জুলাই ৩৮ হাজার ২৮৬ জনকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। নিয়োগের জন্য সুপারিশ পাওয়া চাকরিপ্রার্থীরা মনে করেছিলেন, চূড়ান্তভাবে নিয়োগ পেতে এখন আর দেরি নেই। কিন্তু বিধিবাম, অপেক্ষার পালা যেন শেষ হতেই চায় না!
এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে সুপারিশপ্রাপ্তদের জানানো হয়, সবার পুলিশ ভেরিফিকেশন হবে। ফলে সুপারিশ পাওয়া প্রার্থীরা গত ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে জমা দেয়। কিন্তু গত আড়াই মাসেও পুলিশ ভেরিফিকেশন শেষ হয়নি। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন না থাকায় এনটিআরসিএ’র গত দুইটি নিয়োগের গণবিজ্ঞপ্তিতে (২০১৫ ও ২০১৬ সালে) এক মাসের মধ্যেই চূড়ান্ত নিয়োগ প্রদান করা সম্ভব হয়েছিল।