আর মাত্র একদিন পরে নিউ ইয়ার পার্টি। নতুন বছরকে বরণ করতে এরই মধ্যে দারুণ প্রস্তুতি চলছে। পোশাক থেকে শুরু করে ঘুরতে যাওয়ার স্থান, সবকিছুরই প্রস্তুতি শেষ। তবে বছরের শুরুতেই পার্টি থাকবে না, তাতো হয় না। নতুন বছরের আগের রাতেই মূলত পার্টির পরিকল্পনা থাকে সবার। পরিবার, বন্ধু আর প্রিয়জনের সঙ্গে মজে ওঠে নতুন বছরের আনন্দে।
বাড়ির ছাদে-ছাদে চলবে বারবিকিউ পার্টি আর নানান ধরনের মিউজিক। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেবে বাঙালি। আজকের আয়োজনে থাকছে পার্টিতে রান্না করবেন এমন কিছু রেসিপি। চলুন তবে জেনে নেয়া যাক নতুন বছরে পার্টির আয়োজনে রাখতে পারেন এমন চার রেসিপি।