ময়মনসিংহের ভালুকায় ৮৯টি করাতকলের মধ্যে ৭৭টির বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই। তবে পৌর এলাকায় ১২ টি করাত কলের লাইসেন্স রয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল বসানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা মানছে না কেউ। এসব করাত কলে অবাধে কাঠ চিরাই করা হচ্ছে। আবার লাইসেন্স না থাকায় করাত কল গুলো থেকে সরকার হারাছে রাজস্ব।
উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামের আব্দুল্লাহ নিঝুরী বাজারের পাশে ৬শতক জমি ২৫শত টাকা মাসিক ভাড়া নিয়ে ১০ বছর যাবত করাত কল স্থাপন করে কাঠ চিরাই করছে। রাস্তার পাশে যত্রতত্র কাঠ ফেলে রেখেছে। এতে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে।