কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ঝিনুক মার্কেট সংলগ্ন এলাকা থেকে দক্ষিণে উর্মি রেস্টুরেন্টের শেষ মাথা পর্যন্ত লাল পতাকা দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন। দু'পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ড। বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা মাইকিং করে জানাচ্ছে এই জোনে একক পুরুষ সদস্যের প্রবেশ নিষেধ।
নারী ও শিশু পর্যটকদের জন্য আলাদা এই জোন আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের দৈর্ঘ্য ৬০০ ফুট।
দুপুরে উদ্বোধনের পর বিকেল বেলায় নির্ধারিত জোনে নারী ও শিশু সদস্যদের তেমন উপস্থিতি যায়নি। তবে জোনটির বাইরে উত্তর ও দক্ষিণ দিকে কয়েক হাজার নারী, শিশু ও পুরুষ পর্যটক সমুদ্রস্নান ও ঘোরাফেরা করতে দেখা যায়।