দিন দিন বৈদ্যুতিক বাইকের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। আমাদের ভবিষ্যৎ যে বৈদ্যুতিক গাড়ি তা বেশ ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ি, বাইকের দিকে। এবার বাজারে আসছে নতুন এক ই-বাইক। যেটি একবার চার্জেই চলবে ১৫০ কিলোমিটার। ই-স্কুটারটিতে থাকছে ৪.৪ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি।
সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, এক চার্জে ১৫০ কিলোমিটার যেতে পারবে স্কুটারটি। তবে ব্যবহারের উপর নির্ভর করে প্রতি চার্জে ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আকর্ষণীয় স্কুটারটিতে থাকছে এলইডি লাইট। বাইকটির সর্বোচ্চ গতি হতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার। প্রতিবেশী দেশ ভারতে দূষণ নিয়ন্ত্রণের তাগিদে এখন জোর দেওয়া হচ্ছে ই-বাইক তৈরির দিকে। সেই কারণেই বাজারে কম খরচে যাতায়াতের জন্য হাতের মুঠোয় এসেছে এই চমৎকার স্কুটারটি।