টেস্ট ক্রিকেটে ২০২১ সালের আইসিসির বর্ষসেরার জন্য মনোনীত হয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবাং শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিন অভিজ্ঞ তারকার সঙ্গে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন। নিজেদের ওয়েবসাইটে টেস্টের বর্ষসেরার জন্য এই চার জনের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এবারের পুরো বছর জুড়ে ইংল্যান্ড খুব ভালো করতে না পারলেও অধিনায়ক জো রুট ছিলেন উজ্জ্বল। দল হারলেও টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বছরে এক হাজার ৭০০ রানের বেশি রান করেছেন। রুটের আগে এই কীর্তি গড়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।