বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া জালাল ইউনুস বলেছেন, দলের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে তাঁর কমিটির ভবিষ্যৎ। সাবেক চেয়ারম্যান আকরাম খানের প্রশংসা করে জালাল বলেছেন, ‘ঠিক ট্র্যাকে’ জাতীয় দলের পারফরম্যান্স ফেরানোটাই চ্যালেঞ্জ তাঁর। ‘এ’ দলের কার্যক্রমও নতুন করে শুরু করতে চান তিনি।
১৯৯৬ সালে বোর্ডে আসার পর থেকে বিভিন্ন মেয়াদে স্থায়ী কমিটিতে সব সময়ই মিডিয়া বিভাগের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। ২৪ ডিসেম্বর বিসিবির বোর্ড মিটিংয়ে স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টনে জালালকে দেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব। এর আগেই আকরাম খান জানিয়েছিলেন, সে দায়িত্ব ছেড়ে দিতে চান তিনি। নতুন মেয়াদে আকরামকে দেওয়া হয়েছে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটের সঙ্গে ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের কমিটির দায়িত্ব। আজ দুজনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আকরামের রেস্তোরাঁ ‘ক্রিকেটারস কিচেনে’।