ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক প্রেক্ষাপট, বড় বাজেট আর গল্পের কারণে অনেকেই ভেবেছিলেন বক্স অফিসে সাড়া ফেলবে স্পোর্টস ড্রামা ‘৮৩’। তবে দর্শক হতাশ। হতাশ বাণিজ্য বিশ্লেষকেরাও। বলিউডের বহুল প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ‘৮৩’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করে সিনেমাটি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি মুক্তি পেয়েছে। চার দিনে ৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ভারতের বক্স অফিসে চার দিনে সিনেমাটির সংগ্রহ ৫৪ কোটি রুপির বেশি। তাঁর হিসাবে : শুক্রবার ১২.৬৪ কোটি, শনিবার ১৬.৯৫ কোটি, রোববার ১৭.৪১ কোটি, সোমবার ৭.২৯ কোটি রুপি; মোট সংগ্রহ ৫৪.২৯ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।