প্রথম আলোসহ বেশ কটি পত্রিকায় সচিত্র খবরটি ছাপা হয়েছে। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছুরিকাঘাতে জখম হয়েছেন। রোববার গোলাম রাব্বানী গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গেলে বেলা তিনটার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় তাঁর ডান হাতের দুটি আঙুল ছুরির আঘাতে জখম হয়। গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন মিয়া নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (গিটার প্রতীকে) ছিলেন। আহত গোলাম রাব্বানী জানান, ‘জাল ভোট দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে আমি কেন্দ্রের ভেতরে যাই। আমি তাদের জাল ভোট দেওয়া বন্ধের অনুরোধ জানাই। তখন মোশাররফ মোল্লার ছেলে সোহেল মোল্লা আমাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।’