তৃতীয় প্রজন্মের ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে কোনো সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক কোনো আয়োজনে ঘোষণা দেয়নি মটোরোলা বা লেনোভো। তবে, চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে চেন জিন-এর দেওয়া পোস্টকে গুরুত্বহীন ভাবার সুযোগও কম; বর্তমানে মটোরোলার মোবাইল ফোন ব্র্যান্ডটির মালিক লেনোভো।চীনা ভাষার মূল পোস্টটিকে ইংরেজিতে তর্জমা করে মর্ম উদ্ধারের চেষ্টা করেছে একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম।
কিছু অংশের অনুবাদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও, নির্দিষ্ট কিছু তথ্য অপরিবর্তিত ছিল সবখানেই।আর সেই ‘অপরিবর্তিত তথ্য’ বলছে, আরো উন্নত প্রসেসর এবং আরো ভালো ইন্টারফেইস থাকবে তৃতীয় প্রজন্মের ‘রেজর’-এ; পরিবর্তন আসবে বাহ্যিক নকশায়। তবে, তৃতীয় প্রজন্মের রেজর আগের দুটি সংস্করণের চেয়ে কতোটা উন্নত হবে সেই প্রশ্ন তুলেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।