উল্লাপাড়ায় সরিষার ফলন বাড়ানোর জন্য অসচেতনতায় কীটনাশক ওষুধ ছিটানোর কারণে কোটি কোটি মৌমাছি মরে যাচ্ছে বলে অভিযোগ মৌ খামারিদের। মৌ খামারিরা বলছেন, এর মধ্যে তাদের অন্তত ১০ কোটি মৌমাছি মরে গেছে। ফলে এ বছর উল্লাপাড়ায় তাদের মধু আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হবে না।
উপরন্ত খামারিদের লোকসান গুনতে হবে। উল্লাপাড়ায় এ বছর ১৪টি ইউনিয়নের বিভিন্ন সরিষা মাঠে ১১৫ জন খামারি মধু সংগ্রহের জন্য মৌ বাক্স ফেলেছেন। উপজেলা কৃষি দপ্তরের হিসেবে এ বছর উল্লাপাড়ায় ১৭০ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।