ত্বক ফরসা করার বিজ্ঞাপনে কয়েক মাস আগেও দেখা গেছে ইয়ামি গৌতমকে। বিজ্ঞাপনে, হোর্ডিংয়ে শোভা পেত তার ছবি। তাকে দেখে অনেকে ‘অনুপ্রেরণা’ পেয়েছেন ফরসা হতে। ইয়ামি ফেয়ারনেস ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একটা সময় তিনিই ত্বকের সমস্যায় মারাত্মক কষ্ট পেয়েছিলেন। এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজেই বলেছেন এ কথা। শেয়ার করেছেন একটি পোস্টও।
কেরাটোসিস পাইলারিস নামক এক চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ইয়ামি। কী এই কেরাটোসিস পাইলারিস? কেরাটিন প্রোটিনের তারতম্যের কারণে এ সমস্যা দেখা দেয়। কেরাটিন প্রোটিন ক্ষতিকর পদার্থ থেকে ত্বককে রক্ষা করে। অনেক সময় এ প্রোটিন তৈরির সময় হেয়ার ফলিকলের ওপেনিং পোর্স বন্ধ হয়ে যায়। সেখান থেকেই এ সমস্যার সৃষ্টি। ফলে মুখে ও সারা শরীরে দেখা দেয় প্যাচ।