দিনের শুরুতে অর্থাৎ সকালের খাবার হওয়া চাই স্বাস্থ্যকর ও সুস্বাদু। তবেই সারাদিন কাজ করার শক্তি পাওয়া যাবে। সকালের নাস্তা হিসেবে অনেকেই বেছে নেন রুটি, ভাজি। কিন্তু প্রতিদিন একই খাবার খেতে কারোই ভালো লাগে না।
তাই স্বাদ বদলাতে আজ তৈরি করে নিন সুস্বাদু চিকেন পরোটা। অল্প চিকেন দিয়েই এই সুস্বাদু পদটি তৈরি করা সম্ভব। খেতেও অসাধারণ। মুখরোচক এই খাবারে স্বাদ মুখে লেগে থাকার মতো। এছাড়া এটি তৈরি করতেও সময় লাগে খুব কম।