শারীরিক প্রতিবন্ধী রুহুল আমিন ছৈয়াল। হুইলচেয়ারে ভর করেই চলতে হয় তাকে। নিজের থাকা চেয়ারটি নড়বড়ে হয়ে যায় বেশ কয়েকবছর আগে। তাই দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটি হুইল চেয়ার দাবি করে আসছিলেন তিনি। কিন্তু এখনো মেলেনি সেই হুইলচেয়ারের দেখা।
এদিকে পঞ্চম ধাপে ৫ জানুয়ারি তার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ ও আক্ষেপে নিজেই নির্বাচনে অংশ নিচ্ছেন রুহুল আমিন। মেম্বার পদে নির্বাচিত হয়ে নিজের মতো প্রতিবন্ধী ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান তিনি। নির্বাচনে প্রার্থী হওয়ায় এলাকাবাসীও সাধুবাদ জানিয়েছেন তাকে।