আমস্টারডামের কাছে মিললো ক্যালিগুলার রোমান দুর্গের সন্ধান

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৪৪

সম্প্রতি ডাচ উপকূলে পাওয়া গেছে এমন এক প্রাচীন রোমান দুর্গের সন্ধান যা ৪৩ খিস্টাব্দে ব্রিটেন দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হচ্ছে। 


গবেষণা থেকে জানা গেছে, হাজার হাজার সৈন্যের সমন্বয়ে গঠিত একটি রোমান সৈন্যদল আস্তানা গেঁড়েছিল আমস্টারডাম থেকে ২০ মাইল দূরে অবস্থিত ভেলসেন নগরীতে। রাইন নদীর উপনদী ওয়ের-আইজের তীরে ছিল তাদের সেনা ঘাঁটি।


প্রাচীন রোমান দুর্গটি অনুসন্ধানের পেছনে কাজ করছেন প্রত্নতাত্ত্বিক ডা. আর্হেন বসম্যান। তিনি জানান, ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত প্রমাণ ভেলসেন (লাতিন ভাষায় যার নাম 'ফ্লেভাম') শহরের দিকেই ইঙ্গিত করে। রোমান সাম্রাজ্যের উত্তর দিকে এই দুর্গটি বানানো হয়েছিল 'চওসি' নামক একটি জার্মানিক আদিবাসী গোষ্ঠীকে দূরে রাখার জন্য। কারণ রোমানরা তখন ফ্রান্সের বুলগনা হয়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূল জয় করার জন্য এগিয়ে আসছিলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us