তিস্তা নদী ভালো নেই। ভালো নেই এর উপনদী ও শাখানদীগুলো। অনেক ক্ষেত্রে সরকারিভাবে এগুলোর ক্ষতি করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেশের অনেক শাখানদীকে হত্যা করার মতো এখানেও মেরেছে তিস্তার বিভিন্ন শাখানদীকে। তিস্তা কেবল একটিমাত্র প্রবাহ নয়, শাখা-প্রশাখা ও উপনদী মিলেই এর প্রাণ-প্রকৃতি। উপনদীগুলোর মধ্যে কোনো কোনোটি নিজেও অনেক নদীর পানি বহন করে এনে তিস্তায় মিলিত হয়েছে। আবার শাখানদীগুলোরও আছে শাখা ও উপশাখা। তিস্তা নদীর বিজ্ঞানসম্মত পরিচর্যা করতে হলে উপনদী ও শাখানদীকে বাদ দিয়ে তা কখনোই সম্ভব নয়।