চতুর্থ ধাপে গতকাল রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুরের একজন সদস্য প্রার্থী প্রথমবারের গণনায় কোনো ভোট পাননি। ফল নিয়ে প্রশ্ন তোলার পর আবার গণনায় পাল্টে যায় ভোটের ফলাফল।
গতকাল রাত আটটার দিকে ইউসুফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ইউপি সদস্য প্রার্থী আবু তালেবের মোরগ প্রতীকে কোনো ভোট পড়েনি। এরপর ওই প্রার্থী প্রশ্ন তোলেন, ‘আমার নিজের দেওয়া ভোটটা কোথায় গেল?’ তখন ফলাফল নিয়ে অন্য প্রার্থীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। তাঁরা পুনরায় ভোট গণনার দাবি তোলেন। শেষ পর্যন্ত আবার ভোট গণনা করা হয়।