টালিউডের দুই নায়িকার মধ্যে যুদ্ধের সংকেত। তারা হলেন শুভশ্রী ও নুসরাত জাহান। গ্ল্যামারে, অভিনয়ে কেউ কারও থেকে কম যান না। তবে এ যুদ্ধে রক্তপাত নেই, নেই হিংসা হানাহানি। এ যুদ্ধ আসলে বক্স অফিসের যুদ্ধ। একদিকে শুভশ্রী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ অন্যদিকে নুসরাতের ‘সংকেত’ মুক্তি পেতে চলেছে একই দিনে, জানুয়ারির ২১ তারিখ। দুই নায়িকা বন্ধুত্ব জমাট হলেও বক্সঅফিস উত্তেজনা কিন্তু বাড়ছে ক্রমশ।
‘ধর্মযুদ্ধ’র পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ছাড়াও এতে রয়েছেন পার্ণো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম ও প্রয়াত অভিনেতা স্বাতিলেখা সেনগুপ্ত।
ছবি প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, ‘ছবিটি যে সময় তৈরি হয়েছিল সেই সময় দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার খবর উঠে আসছিল। এই ছবিতে কারও পক্ষে বা বিপক্ষে বলা হয়নি। ধর্ম নিয়ে আজন্মলালিত যুদ্ধে যে সামগ্রিক ক্ষতি হয় একজন সাধারণ নাগরিকের সে কথাই বলা হয়েছে এই ছবিতে।’